শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জিমে যান না জেসিকা আলবা

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী জেসিকা আলবা জানিয়েছেন, তিনি জিমে যান না এবং মানসিক চাপের কারণেও তার ওজন নিয়ন্ত্রণে থাকে। 

‘দি এলেন ডিজেনারেস শো’তে একটি সাক্ষাৎকারে তিনি তার শরীর-স্বাস্থ্য ফিট রাখার ব্যাপারে কথা বলছিলেন। তিনি জানান, হ্যালোউইনে তিনি কোনো রকম আলাদা মনোযোগ দেয়া ছাড়াই যথেষ্ট ব্যায়াম করেছেন। জেসিকা আর তার স্বামী ক্যাশ ওয়ারেন দুই কন্যা সন্তানের বাবা-মা।
ডিজেনারেস বলেন : “তুমি কি সত্যিই জিমে যাও না? তোমাকে অনেক রোগা লাগছে, আমি বলতে চাইছিলাম তোমার নিজের দিকে খেয়াল রাখা উচিত। কারণ তুমি সহজেই হাল ছেড়ে দাও!”
আলবা বলেন : “ধন্যবাদÑ এরই নাম হলো মানসিক চাপ।”
ডিজেনারেস আবার জিজ্ঞাসা করেন : “আসলেই তুমি কোনো ব্যায়াম করো না? তোমাকে শেপ সাময়িকীর প্রচ্ছদে দেখা গেছেÑ তুমি কি প্রতারক?”
আলবা বলেন, ছবিতে তার নিখুঁত ফিগারের রহস্য হলো কুশলী পোজ। এর জন্য তাকে কোনো আলাদা করে ঘাম ঝরাতে হয়নি।
“অন্তরের সৌন্দর্য আর আত্মবিশ্বাস হলো আসলে ব্যাপার...কারণ সৌন্দর্য নিয়ে মানুষের অনেক ধারণা আছে,” তিনি আরো বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন