বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানিয়া বৃষ্টি ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। এখন পর্যন্ত তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আরেকটি মুক্তির অপেক্ষায়। তৃতীয় চলচ্চিত্রটির নাম ‘যদি তুমি জানতে’। এতে তানিয়া বৃষ্টি তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তানিয়া বলেন, চলচ্চিত্রটির গল্পে নতুনত্ব আছে। এতে আমি তিনটি চরিত্রে অভিনয় করি। প্রথমে যাত্রা দলের একটি মেয়ের চরিত্রে, তারপর এক তরুণীর চরিত্রে এবং তরুণী মারা যাওয়ার পর নতুন একটি চরিত্র নিয়ে ফিরে আসি। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ ১৮ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এদিকে তানিয়া বৃষ্টি অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল আকরাম খানের ‘ঘাসফুল’ এবং দ্বিতীয় চলচ্চিত্র ছিল ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’। এই মুহূর্তে তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকরাম খানের ‘হাউজ ওয়াইফ’, নোমানের ‘সমাধান’ এবং মুজিবুল হক খোকনের ‘মন থেকে দূরে নয়’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন