বিনোদন ডেস্ক : নতুন আঙ্গিকে আসছে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘ব্যান্ড মিউজিক : রিদম অব ব্যান্ড’। বাংলাদেশের ব্যান্ড জগতের অন্যতম সেরা তারকা এসআই টুটুলের উপস্থাপনায় ভিন্ন মাত্রা পাচ্ছে অনুষ্ঠানটি। নির্মাতা লিটু সোলাইমান বলেন, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের নতুন ও সম্ভাবনাময় দলগুলোকে তুলে আনাই হলো এই অসুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। এ অনুষ্ঠানে নতুন, সম্ভাবনাময় ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়। প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট ৪টি গান প্রচার করা হয়। উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ড দলের পরিচিতি, কোন ঘারানার গান করে, ভোকাল এবং ব্যান্ড সদস্যদের ব্যক্তিগত পরিচিতি, ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে। লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা এসআই টুটুলের উপস্থ’াপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় প্রচার হয় এবং পরের দিন বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন