বিনোদন ডেস্ক : পরিচালক শাহীন সুমন কিছুদিন আগে শুটিং শুরু করেছিলেন তার নতুন চলচ্চিত্র ‘পাগলের মতো ভালোবাসি’র কাজ। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে ‘পাগলের মতো ভালোবাসি’ চলচ্চিত্রের শেষ পর্যায়ের শুটিং চলছে। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক সুমিত ও নবাগত নায়িকা অধরা খান। শাহীন সুমন বলেন, ‘রোমান্টিক-অ্যাকশান ঘরানার চলচ্চিত্র পাগলের মতো ভালোবাসি। যথেষ্ট পরিশ্রম করে এটি নির্মাণ করছি। যারা এতে অভিনয় করছেন সিরিয়াসলি অভিনয় করছেন। আমি খুবই আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। ২০১৭ সালের মার্চ মাসে মুক্তি সিনেমাটি মুক্তি দেয়ার আশা করছি।’ সুমিত বলেন, ‘আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। শাহীন ভাইয়ের নির্দেশনায় এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাকে খুব ¯েœহ করেন তিনি। যে কারণে আমিও বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে কাজ করি। অধরার সঙ্গে এই চলচ্চিত্রটি নিয়ে আমি আশাবাদী।’ অধরা বলেন, ‘শাহীন সুমন স্যারের নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে কাজ করছি। বলা যায় এটা আমার স্বপ্নের চলচ্চিত্র। খুব ভালো লাগা নিয়ে পাগলের মতো ভালোবাসি চলচ্চিত্রটির কাজ করছি। আশাকরি চলচ্চিত্রটি দর্শকের কাছে অনেক উপভোগ্য একটি চলচ্চিত্র হবে।’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই। আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয়রাজ, আসিফ প্রমুখ। এর সঙ্গীত পরিচালনায় আছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন