বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ফাহমিদা হক আপন নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। তুমি ঘুড়ি আমি নাটাই শিরোনামের গানটি একটি অ্যালবামের টাইটেল গান। গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। গানটিতে আপনের সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এবং সুর সঙ্গীত করেছেন এএইচ মোনায়েম। ফাহমিদা হক আপন বলেন, অনেক দিন পর অ্যালবামের গানে কণ্ঠ দিলাম। তেমন একটা বেশি গান করিনা। বেছে বেছে খুব কম গান করি। তারপরও আশিক বন্ধুর লেখা গানের প্রতি আমার বরাবরই গাওয়ার আগ্রহ ছিল, তাই গানটির কথা ও সুর মনের মতো হওয়ায় গানটিতে কণ্ঠ দিয়েছি। গানটি অনেক চমৎকার হয়েছে। প্রকাশ হলে সবারই ভালো লাগবে। আশা করছি, গানটি অডিও থেকে মিউজিক ভিডিও হলে ভালো একটি জায়গায় গিয়ে পৌঁছাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন