প্রতিবারের মতো এবারের ঈদেও প্রচার হবে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। ঈদে তার সঙ্গীতানুষ্ঠান মানে দর্শকের কাছে বিশেষ বিনোদন ও আনন্দের খোরাক হয়ে উঠে। ২০১৬ সাল থেকে তিনি গেয়ে দর্শককে এই আনন্দ দিয়ে আসছেন। এবারও তার গাওয়া ১০টি গান নিয়ে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম এখনও ঠিক করা হয়নি। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিং ও শুটিং শেষ হয়েছে। ড. মাহফুজুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন