বিনোদন ডেস্ক : আজ অভিনেতা, নির্মাতা ও নাট্যকার ডি এ তায়েবের জন্মদিন। পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা হয়েও আজীবন শিল্প সংস্কৃতিতে নিজেকে তিনি নিয়োজিত রেখেছেন। এ পর্যন্ত অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। একাধিক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। অভিনয়ের সবকটি শাখায় তার বিচরণ রয়েছে। প্রায় সবশ্রেণী পেশার চরিত্রে অভিনয় করে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দর্শকদের চাহিদা পূরণে তার একনিষ্ঠতা তাকে এক অনন্য সাধারণ উচ্চতায় নিয়ে গেছে। শুধু অভিনয়ই নয়, নাটক রচনা ও পরিচালনার ক্ষেত্রেও তিনি দক্ষতা দেখিয়েছেন। মানুষের মানবিক গুণাবলী নিয়ে তার রচিত অনেক নাটক ও টেলিফিল্ম দর্শকের মন জয় করেছে। অভিনয় জগতে এক অবিরাম অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে যেমন সক্ষম হয়েছেন, তেমনি তা এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে চলেছেন। একজন অভিনেতার জন্মদিন নিশ্চিতভাবেই তার ভক্তদের জন্য আনন্দের। তার শুভ কামনা করাই তাদের একান্ত বাসনা। তিনি দীর্ঘজীবী হন এবং তার অভিনয় কর্মকাÐ চালিয়ে যান, এটাই একমাত্র কামনা। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে এই গুণী নাট্যজনকে জন্মদিনের শুভেচ্ছ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন