বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় জুটি শাবনাজ-নাঈম চলচ্চিত্রে এখন আর অভিনয় না করলেও এই অঙ্গনের প্রতি এবং এই অঙ্গনের মানুষদের প্রতি রয়েছে এক অন্যরকম টান। যে টান তারা দু’জনই অনুভব করেন। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে তারা বেছে নিয়েছেন তাদের অভিনীত প্রথম চলচ্চিত্র চাঁদনী’র রজতজয়ন্তী পালনের অনুষ্ঠানকে। এহতেশামুর রহমান পরিচালিত ‘চাঁদনী’ ১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিল। ২ অক্টোবর ‘চাঁদনী’ ২৫ বছর পূর্ণ করেছে। রজতজয়ন্তী উপলক্ষে শাবনাজ ও নাঈম উদ্যোগ নিয়েছেন ‘চাঁদনী স্মরণ সন্ধ্যা’র। আগামী ১৯ নভেম্বর শনিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘চাঁদনী স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গুণী চলচ্চিত্রকার আজিজুর রহমান। ‘চাঁদনী স্মরণ সন্ধ্যা’ প্রসঙ্গে নাঈম বলেন, ‘চাঁদনী’র নির্মাতা আমাদের গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দু’জনই তাকে প্রতিনিয়ত অনুভব করি। সত্যি বলতে কী বাংলাদেশের চলচ্চিত্রে তার যে অবদান তা অস্বীকার করার কোনো উপায় নেই। চাঁদনী’র রজতজয়ন্তীতে তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আশাকরি এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টসহ যাদের আমরা স্মরণ সন্ধ্যায় নিমন্ত্রণ করেছি তাদের সবাইকেই নির্ধারিত সময়ে কাছে পাব।’ শাবনাজ বলেন, ‘আমরা দু’জনই এখন কাজ না করলেও চলচ্চিত্রকে আমরা আমাদের পরিবারের মতোই মনে করি। এখানে একজনের সাফল্যে যেমন আনন্দিত হই, অনুরূপভাবে এখানে কারো কষ্ট দেখলে নিজের ভেতরও কষ্ট অনুভব করি। আমি এবং নাঈম দু’জনই এখানে এসে একে অপরের সান্নিধ্যে এসেছি। সর্বোপরি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা চাঁদনী’র রজতজয়ন্তী অনুষ্ঠানটি করতে পারছি।’ উল্লেখ্য, নাঈম এবং শাবনাজের অভিষেকের মধ্যদিয়ে চলচ্চিত্রে জুটি প্রথার নতুন এক ধারা শুরু হয়। ঢাকাই চলচ্চিত্রে এই জুটির অভিষেকের মধ্যদিয়ে আরেক রোমান্টিক জুটির সফল যাত্রা শুরু হয়। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহঙ্কার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’সহ আরো বেশকিছু চলচ্চিত্র। সর্বশেষ তারা দু’জন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন