শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক বিয়াই সাব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বয়াই সাব’। এটি প্রচার হবে বাংলা টিভিতে। রাজীব মণি দাসের রচনা এবং মীর সাখাওয়াত ও জাদু ফরিদের যৌথ পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, তানহা তাসনিয়া, রাশেদ মামুন অপু, দোলন দে, ফারজানা ছবি, তারিক স্বপন, আফরোজা হোসেন, নিথর মাহবুব, এ.বি রশিদ, আফতাব উদ্দিন প্রমুখ।নাটকের গল্পে দেখা যায়, চঞ্চল প্রকৃতির সুন্দরী ফারিয়া বোন ফাইজার বাড়িতে বেড়াতে এসেই বিতর্ক শুরু করে দেয় বেয়াই পাভেলের সঙ্গে। বোনের সঙ্গে গ্রাম ঘুরতে বের হতেই পুরো গ্রাম রটে যায় পাভেলদের বাড়িতে পরী এসেছে। বেয়াইনের সঙ্গে টম অ্যান্ড জেরির সম্পর্ক থাকলেও হাফিজ চাচা তার পাগল ছেলের সাথে বেয়াইনের বিয়ের প্রস্তাব দিলে রেগে যায় পাভেল। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বিয়াই সাব’ নাটকে একদিকে যেমন হাসি-ঠাট্টা রয়েছে, অন্যদিকে পরিবার কেন্দ্রিক সামাজিক ম্যাসেজও রয়েছে। পরিচালক মীর সাখাওয়াত ও জাদু ফরিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে দর্শকের চাহিদার কথা বিবেচনা করে ‘বিয়াই সাব’ নাটকটি নির্মাণ করা হয়েছে। তবে, বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে গল্পে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন