শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরিণীতি চোপড়ার স্থলাভিষিক্ত রশ্মিকা মন্দানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

সম্প্রতি গুজব রটেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা’র ‘এনিম্যাল’ ফিল্মে আর থাকছেন না পরিণীতি চোপড়া। তার অভিনয়ে নির্মিতব্য ইমতিয়াজ আলির ফিল্মের সঙ্গে ডেট সাংঘর্ষিক হওয়াতে পরিণীতিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ‘কবির সিং’য়ের (২০১৯) পর বলিউডে সন্দীপ রেড্ডির এটি দ্বিতীয় ফিল্ম; ‘এনিম্যাল’ ফিল্মে আরও অভিনয় করবেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল। একটি বিনোদন পোর্টাল জানিয়েছে পরিণীতে সরে দাঁড়ালে সেই জয়গায় পদার্পণ করেছেন ‘পুষ্পা’খ্যাত রশ্মিকা মন্দানা। তিনি এরই মধ্যে প্রধান নারী ভূমিকায় অভিনয় করার জন্য চুক্তি সই করেছেন। পোর্টাল জানিয়েছে, রশ্মিকা ফিল্মটিতে রণবীর রূপায়িত চরিত্রের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। ভারতে আগ্নেয়াস্ত্র মাফিয়াদের নিয়ে এই ফিল্মের কাহিনী। অনিল রণবীরের চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করবেন। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে রশ্মিকার অভিষেক হয়েছিল। এছাড়া অমিতাভ বচ্চন এবং রণবীরের সঙ্গে ‘গুডবাই’তে অভিনয় করেছেন। তিনি ব্রহ্মাস্ত্র’তেই অভিনয় করেছেন যেটি সেপ্টেম্বরে মুক্তি পাবে। তার অভিনয়ে ‘শমসেরা’ ২২ জুলাই মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন