শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের উত্থান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা লেনদেন শেষে অব্যাহত রয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত পদক্ষেপে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, গত এক বছরের হিসেবে ডিএসইতে লেনদেনে অবনতি হচ্ছে।

গতকাল ডিএসই ও সিএসইতে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৬ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৪.১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ দশমিক ৮৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৬৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। এদিন ডিএসইতে ৬০৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকার বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১৩৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৭২ দশমিক ৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ২২৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৫৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬ দশমিক ৬২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ২৩টির। দিন শেষে সিএসইতে ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন