শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে কিংবদন্তী শিল্পীদের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩১ এএম

ঈদে দীপ্ত টিভি আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান। এই আয়োজনের বিশেষত্ব হলো অনুষ্ঠানে থাকছে সাত জন বিখ্যাত শিল্পীর গান। তারা হলেন শাহনাজ রহমত উল্লাহ, লাকী আখান্দ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, এ্যান্ড্রু কিশোর, আলাউদ্দীন আলী ও খালিদ হাসান মিলু। তাদের গাওয়া বিখ্যাত গানগুলো গাইবে এ প্রজন্মের শিল্পীরা। এদের মধ্যে রয়েছেন অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি। ৭ দিনে পরিবেশন করা হবে কিংবদন্তীদের গাওয়া গান। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘নক্ষত্রের গান’। প্রতি পর্বে একজন করে উপস্থাপকের সঞ্চালনায় বর্তমান সময়ের দুই জন শিল্পী গাইবেন। উপস্থাপকদের মধ্যে আছেন সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর ও ইসমত জেরিন চৈতি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। ঈদের সাত দিন বিকালে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন