‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ জানিয়েছেন কয়েক বছরের মধ্যে তার প্রতিশ্রুত সব ফিল্মের অভিনয়ের দায়িত্ব সম্পন্ন হবার পর তিনি পরিচালনায় নাম লেখাবেন। তিনি জানিয়েছেন, এরই মধ্যে তিনি একটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আমি একটি চিত্রনাট্য লিখছি। আশা করি, এটি পরিচালনা করব। আরও কয়েকটা বছর সময় নেব, কারণ আগামী ১৮ মাস আমাকে মোটামুটি ব্যস্ত থাকতে হবে, ইংরেজ অভিনেতা এম্পায়ার সাময়িকীকে বলেন। ওয়ার্নার ব্রাদার্সের ‘হ্যারি পটার’ সিরিজ ছাড়াও ৩২ বছর বয়সী এই অভিনেতা ‘ইকুয়াস’ এবং ‘প্রিভেসি’ মঞ্চনাটকে অভিনয় করেছেন, এছাড়া ‘মিরাকল ওয়ার্কার্স’ সিরিজেও তাকে দেখা গেছে। সবাই আমাকে বলে, ‘তুমি যা জান লিখে ফেল’। আমার জীবনটা সবার কাছে পরিচিত মনে হবে না, তাই লিখতে চাই না। তবে আমি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় নিয়ে লেখার একটা উপায় খুঁজে পেয়েছি,” তিনি বলেন। তার মানে তার ফিল্মটি হবে চলচ্চিত্র জগতকে নিয়ে। অভিনেতা জানিয়েছেন, এই ফিল্মটিতে তিনি ক্যামেরার পেছনেই থাকবেন। আমি শুধু পরিচালনায়ই থাকতে চাই, কারণ এই কাজটি আগে করিনি আর আমি দুটি বিষয় নিয়ে একসঙ্গে ভাবতে চাই না, র্যাডক্লিফ বলেন। তবে আরও গুরুত্বপূর্ণ হল- পরিচালনা করলে সম্পাদনার সময় হাজারবার ফিল্মটি দেখতে হয়, আমি নিজের চেহারা এতবার দেখতে চাই না, তিনি আরও বলেন। তার সর্বশেষ ফিল্ম ‘দ্য লস্ট সিটি’তে আরও অভিনয় করেছেন স্যান্ড্রা বুলক, চ্যানিং টেটাম এবং ব্র্যাড পিট। এর পর তাকে দেখা যাবে প্যারোডি গায়ক উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিচের ভূমিকায় ‘ইউয়ার্ড অ্যাল’ ফিল্মে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন