ক্রিকেটার হরভজন সিং অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো ‘রোডিজ’-এর বিচারক হচ্ছেন।
এমটিভি ইন্ডিয়াতে প্রচারিত এই শোয়ের ১৪তম মৌসুমে ভারতীয় ক্রিকেট দলের এই অফ-স্পিনারটির সঙ্গে গ্যাঙ লিডার হিসেবে আছেন নেহা ধুপিয়া।
“অ্যাডভেঞ্চার, শক্তি, সাহস আর পরিশ্রমের প্রতীক এই ‘রোডিজ’, আর এই কারণেই আমি এই অনুষ্ঠানটির অংশ হয়েছি।
“আমি নতুন প্রজন্মের সামর্থ্য দেখার প্রতীক্ষায় আছি। ম্যাচের ফাঁকে যখনই সময় পেয়েছি তখনই এই অনুষ্ঠানটি দেখেছি,” হরভজন বলেন।
গত মৌসুমের প্রথমবার অংশ নেয়ার পর এই মৌসুমে ফিরছেন নেহা। তিনি বলেন, “এ পর্যন্ত যত পেশাদার আর ব্যক্তিগত অ্যাডভেঞ্চারের অংশ নিয়েছি তার মধ্যে সেরা এই ‘রোডিজ’। নতুন মৌসুমে আমার আগের সঙ্গী গ্যাঙ লিডারদের সঙ্গে ফিরতে পারছি বলে ভালো লাগছে। নারী বলে আমি অংশগ্রহণকারী মেয়েদের আমি অনুপ্রেরণা দিতে পারব, তাদের রোডি স্বপ্ন পূরণে সহায়তা করতে এবং তাদের যোগ্যতা প্রমাণে সাহায্য করতে পারব বলে বিশ্বাস করি।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন