গায়ক মার্ক অ্যান্টনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের ব্যাকআপ ড্যান্সার ক্যাস্পার স্মার্টের সঙ্গে প্রেম করছিলেন গায়িকা জেনিফার লোপেজ। প্রথম থেকেই তাদের সম্পর্কে চড়াই-উৎরাই চলছিল। এই আগস্টের তারা আরেকবার সম্পর্কচ্ছেদ করেন। তবে এখনই তারা চরম সিদ্ধান্ত নেননি। তারা এখনো যোগাযোগ রেখে চলেছেন এবং রোমান্স পুনরুজ্জীবিত করতে চাইছেন।
“তারা পরস্পরের সঙ্গে বার্তা আদান-প্রদান করছেন এবং স্ন্যাপচ্যাটে আবেদনময় ছবি বিনিময় করছেন। তারা যদি তাদের রোমান্সকে আরেকটি সুযোগ দেন তাহলে তেমন বিস্ময়কর কিছু ঘটবে বলে মনে হয় না,” এক সূত্র বলেছে।
১০ বছর ঘর করার পর ২০১৪তে মার্ক অ্যান্টনির সঙ্গে লোপেজের ছাড়াছাড়ি হয়। এরপর থেকেই স্মার্টের সঙ্গে তার সম্পর্ক হয়। কিছুদিন পরই তাদের ছাড়াছাড়ি হয় এবং কয়েক সপ্তাহ পর পুনর্মিলন।
এর আগে লোপেজ ওহানি নোয়া এবং ক্রিস জাডের ঘর করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন