চীনের হ্যাংজুতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সে লক্ষ্যে লাল-সবুজের পুরুষ ও নারী কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণের জন্য দিল্লির ‘সাই রাও’ একাডেমিতে পাঠাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সব কিছু ঠিকঠাক থাকলে ঈদুল ফিতরের পর ৬ ও ৭ মে দিল্লির রাও একাডেমি যাবে বাংলাদেশ কাবাডি দল। দুটি দলেই থাকবেন ২০ জনের করে খেলোয়াড়। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রাও একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ক্লাব প্রাদেশিক দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে জাতীয় নারী ও পুরুষ দল। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান রোববার বলেন, ‘আন্তর্জাতিক কাবাডিতে ভালো করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দেশেও দুইজন বিদেশি কোচ (সাজু রাম গয়াত ও রমেশ বিন্দিগিরি) রেখে গত বছর আগস্ট থেকে ক্যাম্প চালিয়ে যাচ্ছি। ফিটনেসের জন্য জিমও করে দিয়েছি। ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দিতে কোনো কার্পণ্য নেই। খেলোয়াড়রা মাঠে খেলে সাফল্য এনে দিলে আমাদের এই পরিশ্রম স্বার্থক হবে।’ দলের সঙ্গে যাচ্ছেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন