শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

থ্যানোসের ভূমিকায় ফেরায় আপত্তি নেই জশ ব্রলিনের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

থ্যানোস সম্ভবত এমসিইউ’র (মারভেল সিনেমাটিক ইউনিভার্স) সবচেয়ে শক্তিশালী ভিলেন। সে ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এ পুরো মহাবিশ্বের অর্ধেকটাই ধ্বংস করে দিয়েছিল। এই সুপার ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন জশ ব্রলিন। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ফিল্মের শেষে থ্যানোসকে বধ করা হয়। তবে সিনেমায়, বিশেষ করে মারভেল ফিল্মে যা না হবার তাও হতে পারে। এর বাইরে ব্রলিন এমসিইউ’র ‘ডেডপুল টু’তে কেবলের ভূমিকায় অভিনয় করেছেন। ব্রলিন জানান, ডিসিইইউ’তেও (ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স) তার সম্ভাবনা ছিল, তবে জ্যাক স্নাইডার পরে তার বদলে বেন অ্যাফ্লেককে ব্যাটম্যান চরিত্রে বেছে নেন। তিনি জানান, ৮০ বছর বয়স হলেও তিনি চরিত্রটি করতে রাজি আছেন। ব্রলিন জানিয়েছেন, তিনি এমসিইউর কোনও ফিল্মে আবার থ্যানোস চরিত্রে অভিনয় করতে চান। জেস কেগল শোতে তিনি এই কথা বলেন। তিনি জানান, দ্য ম্যাড টাইটানের ভূমিকায় তার ফেরার সম্ভাবনা আছে, তবে নিশ্চিত করেন মারভেল চাইলে তিনি অবশ্যই থ্যানোসের ভূমিকায় ফিরবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন