বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক।
জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে এম এ মান্নানের মরদেহের কফিনে ফুলের শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মান্নানের পুরো জীবন ছিল জনগণের কল্যাণে জন্য নিবেদিত। সত্যিকার অর্থে আমাদের তৃণমূলের যে শক্তি, সেটা ছিল অধ্যাপক মান্নান। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যখন আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, তখন তার চলে যাওয়া সত্যি বড় বেদনাদায়ক।
এম এ মান্নানের ছেলে ফজলুল করিম রনি বলেন, ২০১৫ সালে গ্রেপ্তারের পর সরকারের অমানবিক নির্যাতনের কারণে আমরা বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আর গতকাল (বৃহস্পতিবার) আমাদের ছেড়ে চলে যান।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে ২০১৫ সালে এম এ মান্নানকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নানা হয়রানি পর ২০১৭ সালে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন