শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে রাজীব মণি দাসের লেখা অর্ধডজন নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

এবারের ঈদ আয়োজনে নাট্যকার রাজীব মণি দাসের রচনায় নির্মিত হয়েছে ৬টি নাটক। এর মধ্যে ‘বিয়াই সাব’ নাটকটি ৭ পর্বের, বাকী ৫টি একক নাটক। রাজীবের নাটকের গল্প একটু আলাদা হয়ে থাকে। গল্পে নতুন কিছু থাকার পাশাপাশি আমাদের ঐতিহ্যের বিষয়গুলো তুলে ধরা হয়। পরিচালক-প্রযোজকদের চাহিদানুযায়ী বর্তমানে যেখানে নাটকের চরিত্রগুলোকে কাটসাট করা হয়, সেখানে রাজীব তা করেন না। এখানেই তিনি ব্যতিক্রম। ঈদ-উল-ফিতর উপলক্ষে তার লেখা নির্মিত নাটকগুলো হলো ‘বিয়াই সাব’, ‘লোকাল গার্ডিয়ান’, ‘জামাই যখন জামিনদার’, ‘চাঁদে জমি ক্রয়’ ‘আপনজন’, ‘দ্যা ডিরেক্টর’। এর মধ্যে ৭ পর্বের ‘বিয়াই সাব’ ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মীর সাখাওয়াত ও জাদু ফরিদ। ঈদ আয়োজনে বাংলা টিভিতে ৭ দিনব্যাপী রাত ৭টায় প্রচার হবে নাটকটি। আর ‘লোকল গার্ডিয়ান’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন হারুন রুশো। ঈদের সপ্তম দিন রাত ৮টায় এসএ টিভিতে নাটকটি প্রচার হবে। রাজীব মণি দাস বলেন, নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে আমি কখনো বাবা-মা, ভাই-বোন ও গ্রামবাসী চরিত্রগুলোকে ফেলতে পারি না। এ চরিত্রগুলো স্বাভাবিকভাবেই আমার লেখায় চলে আসে। এবারের ঈদকে সামনে রেখে দর্শকের চাহিদার কথা চিন্তা করে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আনন্দের পাশাপাশি দর্শক সামাজিক মূল্যবোধও বুঝতে পারবে। টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ঈদের দিন থেকে ‘স্বপ্নের কারিগর’ ইউটিউব চ্যানেলেও নাটকগুলো দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন