ভারতীয় টিভির কমেডি তারকা কপিল শর্মা এরইমধ্যে ‘কিস কিস কো পেয়ার কারু’ দিয়ে তার চলচ্চিত্র ইনিংস শুরু করে দিয়েছেন। এখন তিনি তার পরবর্তী চলচ্চিত্র ‘ফিরাঙ্গি’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগের ফিল্মে তার নায়িকা ছিল চারজন আর এবার তার নায়িকা হবেন অভিনেত্রী তনুশ্রী দত্ত’র ছোট বোন ঈশিতা দত্ত।
ঈশিতা গত বছর মুক্তিপ্রাপ্ত সফল চলচ্চিত্র ‘দৃশ্যম’-এ অজয় দেবগন রূপায়িত চরিত্রের মেয়ের ভ‚মিকায় প্রশংসিত অভিনয় করেছিলেন। তিনি এর আগে স্টার প্লাসের ‘এক ঘর বানাউঙ্গা’ সিরিয়ালেও অভিনয় করেছেন।
একটি বিনোদন পোর্টাল জানিয়েছে ‘ফিরাঙ্গি’ ইতিহাসের পটভ‚মিতে একটি কমেডি ফিল্ম। এটি পরিচালনা করবেন কপিলের বন্ধু এবং পাঞ্জাবি চলচ্চিত্রে ‘লাভ পাঞ্জাব’-এর পরিচালক রাজীব ধিংরা। আগামী ২৫ নভেম্বর পাঞ্জাবে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে এবং পরে লোকেশন যাবে রাজস্থানে।
এর আগে এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিলে কপিল বিকাশ বাহলের আগামী চলচ্চিত্রে অভিনয় করবেন, তবে তা এখন স্থগিত আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন