শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আয়নাবাজি

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবার ওয়ার্ল্ড ট্যুর করার উদ্দেশে বিদেশে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ব্যবসা সফল সিনেমা আয়নাবাজি। মুক্তির অনেক আগে থেকেই সিনেমাটি বেশ আলোচিত হয়ে আসছিল। মুক্তির পর তা ব্যাপক দর্শক সাড়া পায়। মুক্তির আগেই সিনেমাটি ফ্রান্স-এর কান চলচিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এসিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্ম উপাধি পাওয়াসহ বিশ্বের বিভিন্ন নামিদামি চলচিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এ ধারাবাহিকতায় চলচ্চিত্রটির বিশ্বভ্রমণ-এর উদ্বোধন ফ্রান্সের প্যারিস শহর থেকে শুরু হচ্ছে। প্যারিসের বিখ্যাত পাবলিসিস সিনেমা হলে আগামী ১৭ নভেম্বরে সিনেমাটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও কাহিনীকার গাউসুল আলম শাওনের উপস্থিতিতে প্রথম শো প্রদর্শিত হবে। পুরো সপ্তাহব্যাপী আয়নাবাজির ১৪টি শো প্রদর্শিত হবে। আগামী ১৯ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্টিন, শিকাগো এবং ডালাস শহরে মুক্তি পাবে সিনেমাটি। ১৯ নভেম্বর একইসঙ্গে কানাডারর টরেনটো ও ক্যালগেরি শহরের সিনেপ্লেক্সে মুক্তি পাবে আয়নাবাজি। ২৬ নভেম্বর থেকে অস্ট্রোলিয়ার সিডনী, কানবেরা, মেলবোর্ন, ব্রিস্টবেইন, এডিলেড, ও পার্থের সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। ওয়ার্ল্ড ট্যুর প্রসঙ্গে আয়নাবাজির প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, মুক্তির ৭ সপ্তাহ পরেও সিনেমাটি ব্যবসা করে যাচ্ছে। সারা দেশে ব্যাপক সফল্য অর্জনের পর বিশ্বে এর সুনাম ছড়িয়ে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস আয়নাবাজি সারা বিশ্বব্যাপী সাফল্য অর্জন করবে। উল্লেখ্য, সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে। চলচ্চিত্রটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের। চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন