শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে সরকারি অনুষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে পর্ন ভিডিও সম্প্রচার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৪:০৭ পিএম

ভারতের কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান চলছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী-সহ ওই অনুষ্ঠানে রাজ্যস্তরের মন্ত্রী ও কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। এরই একপর্যায়ে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল পর্ন ছবির দৃশ্য! যা দেখে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই।

গত শনিবার (৩০ এপ্রিল) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে এই ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্যটির ক্রাইম ব্রাঞ্চ। মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আসামের তিনসুকিয়ায় ইন্ডিয়ার অয়েলের একটি অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সরকারের পেট্রেলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি উপস্থিত ছিলেন। এছাড়া আসামের শ্রমমন্ত্রী সঞ্জয় কিষান-সহ ইন্ডিয়ান অয়েলের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

অন্যদিকে আরেক ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ছাড়াও নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে সারস্বত, ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান এস এম বিদ্যা, আসাম রাজ্যের শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ, আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এপিএল) চেয়ারম্যান বিকুল ডেকা-সহ ইন্ডিয়ান অয়েল আসামের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভিডিওটি বন্ধ করে আয়োজকরা। কিন্তু ততক্ষণে অনেকেই সে দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেছে। স্বাভাবিকভাবেই অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককেই।

দ্রুত এই ঘটনার তদন্তে নামে পুলিশ। কীভাবে স্ক্রিনে পর্ন ভিডিও দেখা গেল এবং কার গাফিলতিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল পেজ থেকে অনলাইনেও দেখানো হচ্ছিল অনুষ্ঠানটি। এজন্য টুইটারে তারা জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড শেয়ার করেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সেটি ব্যবহার করেই পর্নোগ্রাফি চালিয়েছে অভিযুক্ত।

অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি পর্নোগ্রাফি কাণ্ড নিয়ে বলেন, ‘স্ক্রিনে এ ধরনের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। তবে পরে বিষয়টি আমার সহকারীর কাছে শুনেছি। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ সূত্র : টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ