শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ ঈদের ইত্যাদির পুনঃপ্রচার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রতিবারের মতো এবারও ঈদে ইত্যাদি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হয়েছে। আজ রাত ৮টার বাংলা সংবাদের এটি পুনরায় প্রচার হবে। ইত্যাদি এরই মধ্যে দর্শক প্রশংসিত হয়েছে। বরাবরের মত এবারও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করেছেন করোনা যোদ্ধাদের মধ্যে থেকে বিশেষ ক’জন কণ্ঠশিল্পী, যারা চিকিৎসার পাশাপাশি সংগীত চর্চাও করে থাকেন। তাদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন দুই শতাধিক নার্স। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ ৫ সঙ্গীত তারকা রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী। এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন হানিফ সংকেত। পারিবারিক বন্ধন নিয়ে এবারের ভিন্নধর্মী নৃত্য পরিবেশন করেছেন নৃত্যজুটি শিবলী-নিপা ও তাদের দল। অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তিনজন অভিনয় শিল্পী দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত। ঈদ ইত্যাদির নানা চমকের একটি ছিলো দস্যু চরিত্রের ৪ তারকার সংলাপ। অভিনয় করেছেন দর্শকপ্রিয় চারজন অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদ। সুরে সুরে গানের গল্পে ফেরদৌস-তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। করোনা ও তার প্রভাব নিয়ে ভিন্নধর্মী গান গেয়েছেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। সমাজের নানান অনিয়ম-অসংগতির উপরে তৈরি গানে নৃত্য পরিবেশন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। প্রতিবারই ইত্যাদির দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবার ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৬ জন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনয় তারকা অপূর্ব ও পূর্ণিমা। ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশীদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও ছিল ‘পুত্র ও কন্যা সন্তান সম্পর্কিত কুসংস্কার’ নিয়ে শিক্ষণীয় একটি পর্ব। ছিলো বিদেশে ঈদের খাবার এবং গ্রীস প্রবাসী ক’জন কৃষিকর্মীর প্রবাসের ঈদের অনুভূতি নিয়ে একটি বিশেষ পর্ব। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রুপাত্বক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন