শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউটিউবে রেকর্ড গড়েছে ‘ব্যাচেলর রমজান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৪:০১ পিএম

বর্তমান বাংলা নাটকের জগতে তুমুল আলোচিত নাম ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের সঙ্গে ধারাবাহিক নাটকটির চতুর্থ সিজনের প্রচার চলছে। ঈদ উপলক্ষে প্রচারিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ একটি পর্ব; যেটির নাম ‘ব্যাচেলর রমজান’। শুক্রবার রাত ৯টায় ইউটিউবে ধ্রুব টিভির চ্যানেলে উন্মুক্ত করা হয় এটি। ‘ব্যাচেলর রমজান’ নাম দেওয়া এই পর্বটি তৈরি হয়েছে মূলত টেলিফিল্ম আকারে। এটি প্রকাশের প্রথম তিন ঘণ্টাতেই গড়েছে নতুন রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক কাজল আরেফিন অমি।

ধারাবাহিকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘‘প্রথম তিন ঘণ্টায় ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে টেলিফিল্মটি। বাংলাদেশে এই প্রথম কোন টেলিফিল্ম তিন ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ধন্যবাদ দর্শকদের এভাবে পাশে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। কাজটির পেছনে আমাদের কি পরিমাণ পরিশ্রম ছিল সেই গল্প অন্য একদিন বলবো।’’

‘ব্যাচেলরস রমজান’-এ অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা। মূল চরিত্রগুলোতে ছিলেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন