আজ মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় প্রচার হবে নাটক অতল স্বর্গের ডাক। এটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, তামিম মৃধাসহ আরও অনেকে। এর গল্পে দেখা যাবে, টোরি মেহজাবিন নামকরা সাহিত্যিক। বয়স পঞ্চাশ পেরিয়েছে। বিয়ে করেছিলেন কিন্তু এখন স্বামীর সঙ্গে থাকেন না, একা থাকেন। সমীর চারুকলা থেকে পাশ করেছে। বয়স ২৮। প্রচুর বই পড়ে। পত্রিকায় বইয়ের রিভিউ লেখে। একদিন পত্রিকায় নিজের লেখার রিভিউ দেখে কিছুটা অবাক হন টোরি। রিভিউ পড়ে অনেকেরই আগ্রহ জন্মালেও সমীরের প্রতি টোরি কোন আগ্রহ দেখান না। জন্মদিনের সকালে কলিং বেল শুনে দরজা খুলে দেখেন এলোমেলো চুলের একটা ছেলে এক গুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে আছে। সমীর শুভেচ্ছা জানিয়ে ফুলগুলো দিলে টোরি ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দিতে চাইলে সমীর বলে একটু কথা বলতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন