শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’র শুট শেষ করেছেন জেমস গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

হলিউডের পরিচালক জেমস গান টুইটারে জানিয়েছেন ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’র শুট এরই মধ্যে শেষ করে ফেলেছেন। তিনি আরও জানিয়েছেন এই পর্বে চমক হিসেবে একজন নতুন অঘোষিত অভিনেতা আছে। ভক্তদের জনই প্রথম এই ঘোষণায় তিনি ‘গার্ডিয়ান্স’ ফিল্মসমূহের একাধিক তারকার সঙ্গে তার ছবিও প্রকাশ করেছেন। এদের মধ্যে আছেন তার ভাই শন গান, পম ক্লিমেন্টিফ, ক্রিস প্র্যাট, ক্যারেন জিলান এবং ডেভিড বটিস্টা। তিনি লিখেছেন , ‘এবং এ দিয়ে ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ ট্রিলজির কাজ শেষ হল। এই কাস্ট, এই কৌশলী, তাদের প্রতিভা এবং তাদের বিনয়ে আমি মুগ্ধ। প্রায় এক দশকে এই যাত্রায় তাদের পেয়ে আমি ভাগ্যবান।’ থ্যানোসের দত্তক কন্যা গামোরা অভিনেত্রী জোয়ি সালডানার সঙ্গে ছবি পোস্ট না করলেও গান জানিয়েছেন তিনিও ফিল্মে আছেন। আধামানব আধাএলিয়েন পিটার কুইল (প্র্যাট) আর তার সঙ্গীরা তো থাকছেই। তার মানে থাকছেন, ভিন ডিজেল (গ্রুটের ভয়েস), ব্র্যাডলি কুপার, সিলভেস্টার স্ট্যালোন এবং উইল পোল্টার। আশা করা হচ্ছে, ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থ্রি’ ৫ মে, ২০২৩-এ মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন