উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান-এর জীবন ও কর্মের উপর নির্মিত হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘গানের পাখি’। এটি নির্মান করেছেন চলচ্চিত্র নির্মাতা সন্দিপ বীশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত এর ব্যাপ্তি ৪৯ মিনিট। ১৯৪১ সালের ২৮ জুন অবিভক্ত ভারতবর্ষের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ-এর একমাত্র কন্যা ফেরদৌসী রহমান। তার শৈশব এবং কৈশোর কেটেছে কোচবিহার ও কলকাতাতে। দেশভাগের পর পরিপূর্ণ শিল্পী হিসেবে বেড়ে উঠেছেন ঢাকায়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল তাঁর গাওয়া গানের মধ্যে দিয়ে এবং শিশুদের জনপ্রিয় সঙ্গীত শিক্ষার আসর ‘এসো গান শিখি’ দীর্ঘ সাত দশক ধরে বাংলাদেশের সঙ্গীত শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্থানসহ সারাবিশ্বের শ্রোতাদের কাছে তাঁর গাওয়া গান আজও সমান জনপ্রিয়। বাংলা, উর্দু মিলিয়ে প্রায় ২৫০টি চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি তাঁর গাওয়া গানের সংখ্যা প্রায় ৫ হাজার। যার মধ্যে রয়েছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, গজল এবং উচ্চাঙ্গ সঙ্গীত। এছাড়াও তিনি জার্মান, রুশ, চীনসহ একাধিক ভাষায় গান করেছেন। ফেরদৌসী রহমানের জীবনের এমন নানা দিক তুলে ধরা হয়েছে গানের পাখি ডকুমেন্টারি ফিল্মে। ফিল্মটি অনলাইন এবং অফ লাইনে শিঘ্রই প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। সন্দিপ বলেন, ‘এত বড় মাপের একজনকে নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করায়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন