রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মেরিলিন মনরোর প্রতিকৃতি বিক্রি হলো রেকর্ড দামে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৫:৩১ পিএম

হলিউডের আইকনিক শিল্পী মেরিলিন মনরোকে নিয়ে আঁকা ছবি বিক্রি হয়েছে চড়া দামে। মার্কিন চিত্রশিল্পী অ্যান্ডি ওয়ারহলের আঁকা মেরিলিন মনরোর প্রতিকৃতি সাড়ে ১৯ কোটি ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৮৮ কোটি ৯৯ লাখ ৯,৪০০ টাকা। তাই অ্যান্ডি ওয়ারহোলের শিল্পকর্মটিকে বিংশ শতাব্দীতে বিক্রি হওয়া সবচেয়ে দামী শিল্পকর্ম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৯ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে শিল্পকর্মটি বিক্রি হয়। নিলামে কোন মার্কিন চিত্রশিল্পীর চিত্রকর্ম আগে এত দামে বিক্রি হয়নি। শিল্পকর্মটি মূলত বিক্রি হয়েছে ১৭০ মিলিয়ন ডলারে। তবে কর ও ফি মিলিয়ে শিল্পকর্মটির দাম দাঁড়ায় ১৯৫ মিলিয়ন ডলারে।

জানা গেছে, ১৯৬৪ সালে ছবিটি এঁকেছিলেন ওয়ারহোল। মেরিলিনের বিখ্যাত একটি ছবিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি শিল্পকর্মটি সৃষ্টি করেন। ৪০ বর্গইঞ্চি আকারের শিল্পকর্মটির নাম Shot Sage Blue Marilyn। বিক্রির আগে একাধিক জাদুঘরে শোভা বাড়িয়েছিল বিখ্যাত এই শিল্পকর্ম।

উল্লেখ্য, হলিউড বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরো মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬২ সালের ৪ আগস্ট লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন