ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিপ-হপ গায়িকা-গীতিকার রাজা কুমারীর সর্বশেষ গান ‘মেইড ইন ইন্ডিয়া’তে পারফর্ম করেছেন বলিউডের এক সময়ের শীর্ষ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ‘বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রে থাকার কারণে রাজা কুমারীর ‘মেইড ইন ইন্ডিয়া’ গানের ভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। ভারতের বাইরে যাদের জন্ম তারা এর ভাব বুঝতে পারবে। এমন এক শিল্পীর এই গানটিতে ভারতের মানসিকত প্রকাশ পেয়েছে,’ মাধুরী বলেন। আসন্ন গানটিতে রাজা কুমারীর সঙ্গে মাধুরী পারফর্ম করেছেন। ভারতীয়দের নিয়ন্ত্রিত লেবেল এই গানটি প্রকাশ করছে। রাজা কুমারীর গাওয়া গানটি আলিশা চিনায়ের সুপারহিট ইন্ডিপপ ‘মেইড ইন ইন্ডিয়া’রই নতুন সংস্করণ। শৈশবে গানটি শুনে সেটির অনুকরণেই তিনি গানটি লিখেছেন বলে জানান। গানটির মাধ্যমে গায়িকা ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির গুণ প্রকাশ করেছেন। রাজা কুমারী বলেন, মাধুরী হলেন অভিব্যক্তি এ নাচের এক পরম নজির। আমি সবসময় তার কাজের ভক্ত, তার সঙ্গে কাজ করতে পারা স্বপ্ন পূরণের মত। এই গানে তরুণীদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখান হয়েছে। আমার বিশ্বাস, আমরা নতুন ভারতের ভারতীয় নারীদের কিছুটা প্রতিনিধিত্ব করতে পেরেছি। মাধুরী আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন