শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবারও দুজন একসঙ্গে অভিনয় করেত চান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৪ এএম

কিংবদন্তী নায়িকা শবনম ও চিত্রনায়িকা মৌসুমী একসঙ্গে একবারই একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম আম্মাজান। পরিচালক কাজী হায়াৎ। ১৯৯৯ সালের ২৫ জুন সিনেমাটি মুক্তি পায়। এরপর তাদের আর একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেননি। তবে তাদের দুজনেরই আগ্রহ আছে আবার একসঙ্গে অভিনয় করার। শবনম বলেন, ‘অভিনয়তো করতে চাই। সিনেমায় অভিনয় না করতে করতে জীবন থেকে ২২টিরও বেশি বছর চলে গেছে। শরীর এখন আর আগের মতো ভালো নেই। তারপরও অভিনয় করতে ইচ্ছে করে। শিল্পী মনতো, মৃত্যুর আগ পর্যন্ত এই আকাক্সক্ষা থেকেই যাবে। তিনি বলেন, মৌসুমী খুব ভালো অভিনত্রেী, ভালো মানুষ। ভীষণ মিষ্টি করে কথা বলে। একটি সিনেমাতেই আমার সঙ্গে অভিনয় করেছে। এখনো দেখা হলে যে শ্রদ্ধা প্রদর্শন করে, তা আমাকে মুগ্ধ করে। যদি আবার সুযোগ আসে আমাদের একসঙ্গে কাজ করার তবে অবশ্যই অভিনয় করবো। মৌসুমী বলেন, ‘কিছুদিন আগে শবনম আপা পাকিস্তান গিয়েছিলেন। সেখানেও দেখলাম একটি সিরিজে তিনি অভিনয় করেছেন। কী চমৎকারভাবে তাকে সেই সিরিয়ালে তুলে ধরা হয়েছে। আমাদের দেশে তিনি বসে বসেই সময় পার করছেন। এমন একজন কিংবদন্তী শিল্পীকে আমাদের কাজে লাগানো উচিত। শবনম আপার সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাতে আমি যা শিখেছি, আমার চলার পথে অনেক কাজে লেগেছে। তিনি সত্যিকার অর্থেই অনেক বড় একজন শিল্পী, বড় মনের একজন মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন