শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাংলাদেশ সিনেস্টার ফোরামের ঈদ পুনর্মিলনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০৫ এএম

রাজধানীর বারিধারায় গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সিনেস্টার ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের নানাবিধ উন্নয়ন কাজে সিনিয়র শিল্পী-কুশলীদের সম্পৃক্ত করার তাগিদে এই সংগঠন তৈরি হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রের বিভিন্ন শাখার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক শফি বিক্রমপুরী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সিনিয়র পরিচালক এ জে মিন্টু, দেলোয়ার জাহান ঝন্টু, আবদুল লতিফ বাচ্চু, হাফিজ উদ্দিন, বাদল খন্দকার, নূর মোহাম্মদ মনি, আবু মুসা দেবু, চঞ্চল বড়ুয়া, গাজী মাহবুব, প্রযোজক আমান, ইফতেখার উদ্দিন নওশাদ, গায়ক মো. খুরশিদ আলম, অভিনেতা ফেরদৌস, নিপূণ, চন্দনা, ডি এ তায়েব প্রমুখ। তারা চলচ্চিত্রের বিভিন্ন উন্নয়নে সকলে একত্রিত হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। ফিল্ম ইন্ডাস্ট্রিজের বর্তমান সমস্যা নিয়েও কথা বলেন। তারা বাংলাদেশ সিনেস্টার ফোরামের নামে একটি ফিল্ম রিসোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র শিল্পীদের পুনর্বাসন করা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১৭ সালে নায়করাজ রাজ্জাকের পঁচাত্তরতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ সিনেস্টার ফোরামের ঘোষণা করা হয়। বর্তমান সভাপতি প্রযোজক শফি বিক্রমপুরী ও সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন