শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পাপ পুণ্য মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার ১১২ সিনেমা হলে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০৩ এএম

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ সিনেমাটি ২০ মে উত্তর আমেরিকার ১১২ টি সিনেমা হলে মুক্তি পাবে। বাংলাদেশের কোনো সিনেমা আন্তর্জাতিক অঙ্গণে এত সিনেমা হলে মুক্তি দেয়ার ঘটনা এই প্রথম। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশী চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে একটি রেকর্ড। তারা বলছেন, কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব মনে করেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার যে দাপট, তার শুরুটা হয়েছিল অধিকসংখ্যক থিয়েটারে অধিক মানুষের কাছে তাদের সিনেমা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। পাপ পুণ্য মুক্তি পাচ্ছে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেট এর ১০০ এর বেশি শহরে। এতে করে সিনেমাটি আমেরিকা ও কানাডার প্রায় এক মিলিয়ন এর বেশি দর্শকের দেখার সুযোগ হচ্ছে। স্বপ্ন স্কেয়ারক্রো জানায় তাদের অফিসিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকার ১১২ হলের তালিকা। ১৮ মে থেকে থিয়েটারগুলির ওয়েবসাইট পাওয়া যাবে শো-টাইম ও অগ্রিমটিকেট। মনপুরা’র ব্যাপক সাফল্যের পর গিয়াস উদ্দিন সেলিমের পাপ পুণ্য নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে বলে মনে করে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমিসহ একঝাঁক তারকা। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শিঘ্রই দেশের প্রেক্ষাগৃহের তালিকাও প্রকাশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন