সোমবার , ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সারা বাংলার খবর

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১০:৫০ এএম

সিলেট নগরীর আখালিয়ায় সামনে রাতে ট্রাকচাপায় ফয়জুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ফয়জুর রহমান সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

রোববার (১৫ মে) রাত ১১টার দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আম্বরখানা থেকে ফয়জুর রহমান বাড়ি ফিরছিলেন। আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনের যাওয়া মাত্র দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে ঘটনার পর পরই ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ট্রাকে ভাঙচুর করে। রাত ১২ টা পর্যন্ত সড়কে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন