শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আলমগীর ও রুনা লায়লা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১২:০১ এএম

তারকা দ¤পতি চিত্রনায়ক আলমগীর ও সঙ্গীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে আজীবন সম্মাননা লাভ করেছেন। গত রবিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে টেলিসিনে অ্যাওয়ার্ড-এর ১৯তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। আলমগীর বলেন, এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা লাভ করেছি। সম্মাননাপ্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননাপ্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। রুনা লায়লা বলেন, এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সঙ্গীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ। কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার দেয়া হচ্ছে। এর আগে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন