শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পেশাদারিত্ব নিয়েই চলচ্চিত্রে টিকে থাকতে চাই -পুষ্পিতা পপি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকার চলচ্চিত্রে এখন নায়িকার অভাব নেই। ¯্রােতের মতো নায়িকা আসছেন, আবার ¯্রােতেই ভেসে যাচ্ছেন। কেউ থিতু হতে পারছেন না। এক্ষেত্রে নায়িকা পুষ্পিতা পপি একটু ব্যতিক্রম। ক্যারিয়ারের তিন বছর হলেও গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসাননি। ধীরে সুস্থে কাজ করতে চান। ফলে তিনি বছরে মাত্র পাঁচটি সিনেমায় কাজ করেছেন। এ প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘অভিনয় করার মতো চরিত্র পেতে হবে তো? আমি দক্ষতাপূর্ণ অভিনয় দিয়ে আমার অবস্থান তৈরি করতে চাই। সিনেমার গুণগত মানে আমি বিশ্বাসী। একের পর এক সিনেমা করে টিকে থাকতে হবে এমন ধারণায় আমি বিশ্বাসী নই।’ তিনি বলেন, ‘কোনো কোনো নায়িকা সিনেমা মুক্তির আগেই অনেক সিনেমা হাতে পেয়েছে। কিন্তু সিনেমাগুলো যখন মুক্তি পাওয়া শুরু করে তখন সেসব সিনেমার কী দুরবস্থা হয়, তা সবাই দেখেছেন। প্রযোজক যদি আমাকে দিয়ে লগ্নি ফেরত না পান, তাহলে আমাকে নিয়ে কাজ করবেন কেন?’ তিনি বলেন, ‘গø্যামারে আকৃষ্ট হয়ে অনেকেই চলচ্চিত্রে আসছেন। কিন্তু কোয়ালিটি আছে কয়জনের। এক সময় তারা কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। অন্যভাবে জীবনযাপন করতে শুরু করেন। বদনাম হয় আমাদের। এটা কাম্য হতে পারে না।’ তিনি বলেন, ‘আমি নিজেকে ধীরে ধীরে তৈরি করেছি। অভিনয়, নাচে তালিম নিয়েছি। নিজেকে পেশাদার অভিনেত্রী গড়ে তোলা আমার লক্ষ্য। পেশাদারিত্ব নিয়েই চলচ্চিত্রে টিকে থাকতে চাই।’ উল্লেখ্য, পুষ্পিতা ২০১৩ সালে পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরের বছর তিনি পাঁচটি সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো হলো কখনো ভুলে যেও না, আগে যদি জানতাম তুই হবি পর, প্রেম হতেই পারে, বিধ্বস্ত ও পাংকু জামাই। ধারাবাহিকভাবে এ সিনেমাগুলোর কাজ এখন করছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন