শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজ্ঞাপনের মডেল হলেন আসিফ মো. নজরুল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিপিএলের টাইটেল স্পন্সর নাহি এসএস পাইপের বিজ্ঞাপনের মডেল হলেন আসিফ মো. নজরুল। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নাট্য পরিচালক মনির হোসেন জীবন। বিজ্ঞাপনটিতে আরা মডেল হিসেবে আছেন বড় দা মিঠু, জ্যোতিকা জ্যোতি, সোমা, সাজু আহমেদ, আহমেদ রোমিও প্রমুখ। গত সপ্তাহে এফডিসির ৩ নং ফ্লোরে এ বিজ্ঞাপনটির চিত্রায়ন করা হয়। বিজ্ঞাপনটির জন্য টানা এক সপ্তাহ ধরে একটি রাজ দরবারের সেট নির্মাণ করা হয়। শিগগিরই বিভিন্ন চ্যানেলে টিভিসিটি প্রচারের পরিকল্পনা রয়েছে। সে সাথে খেলার মাঝে চ্যানেল নাইনে ও সেট ম্যাক্সে প্রচার করা হবে। আসিফ মো. নজরুল এর আগে ৫টি টিভিসির মডেল হয়েছেন। এর মধ্যে মাই ওয়ান টিভি, পাঞ্জেরি গাইড, মোনালি বল পেন অন্যতম। এছাড়া তিনি অভিনেতা এবং নাট্যকার হিসেবেও পরিচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন