শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নাটকে আর অভিনয় না-ও করতে পারি : রিয়াজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জনপ্রিয় অভিনেতা রিয়াজ এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। নাটক বা টেলিফিল্মে অভিনয়ের অনেক প্রস্তাব পেলেও করছেন না। কারণ মানসম্পন্ন স্ক্রিপ্ট না পাওয়া। রিয়াজ বলেন, সময়ের সাথে সাথে নাটকের স্ট্যান্ডার্ড, বাজেট, চিত্রনাট্যের মান অনেকটা নিচে নেমে গেছে। এখন ভালো কাজ করা কঠিন। যেসব কাজের প্রস্তাব আসে সেগুলো খুব নি¤œমানের। যদি এমনটা চলতে থাকে, পরের বছর আর নাটকে অভিনয় নাও করতে পারি। তিনি বলেন, অভিনয় না করার কারণ উচ্চমানের স্ক্রিপ্ট না পাওয়া। মানসম্পন্ন কাজ হচ্ছে না বললেই চলে। অথচ ভালো চিত্রনাট্য না পাওয়ার কারণে চলচ্চিত্র থেকে দূরে রয়েছি। নাটকে মনোযোগ দিয়েছি। এখন নাটকেও এসে যদি মানহীন কাজ করতে হয়, তবে কাজ না করাই ভালো। সিদ্ধান্ত নিয়েছি ভালো কাজ পেলে করব। না হলে বিশ্রাম নেব। এদিকে রিয়াজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্থাপিত তার খাবারের দোকান ফুড টোয়েন্টিফোর ডট সেভেন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন ব্যবসারও পরিকল্পনা করছেন। তিনি বলেন, কাজের সময়টা আমি উপভোগ করার চেষ্টা করি। এর মাঝেও ক্যামেরাকে মিস করি। অনেকে সিনেমা করার কথা বলেন। তবে সিনেমার মানেরও তেমন উন্নতি হয়নি। ফলে সিনেমাও করা হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন