বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী আঁখি আলমগীর নতুন মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। ‘ফাগুনের কৃষ্ণচূড়া’ শিরোনামে গানটির কথা লিখেছেন কবির বকুল। সুরসঙ্গীত করেছেন শওকত আলী ইমন। আগামী বছরের জানুয়ারিতে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলে আঁখি জানান। গানটি আঁখির ১৯তম একক অ্যালবামে থাকবে। আঁখি বলেন, এখন গান শুধু শোনার বিষয় নয়, দেখারও বিষয়। তাই ভিডিও ছাড়া এখন কোনো গান শ্রোতাদের কাছে পৌঁছানো যায় না। এ জন্য একজন পেশাদারি শিল্পী হিসেবে যে কাউকেই ভিডিও আকারে গান প্রকাশ করতে হচ্ছে। এ জন্য আমিও সময়ের প্রয়োজনে শ্রোতাদের চাহিদা মেটাতে ভিডিও গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন