শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দুই বছর পর আইয়ুব বাচ্চুর মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাধারণত নিজের করা সুরেই গান করেন আইয়ুব বাচ্চু। এমনকি নিজের গানগুলোর সঙ্গীত পরিচালনাও করেন তিনি। প্রায় নয় বছর পর অন্যের সুরে গাইলেন নন্দিত এই ব্যান্ডশিল্পী। ‘ছায়া শরীরী’ শিরোনামের গানটি সুর করেছেন জিয়া খান, সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন। আর গানটি লিখেছেন এম এস রানা। গেল ঈদুল ফিতরে গানটি প্রকাশ করে জি-সিরিজ। এবার গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। দুই বছরেরও বেশি সময় পর নিজের কোনো গানের অফিসিয়াল ভিডিও প্রকাশ করলেন আইয়ুব বাচ্চু। ভিডিওটি নির্মাণ করেছেন মনজু আহমেদ। জি-সিরিজের ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক- এ প্রকাশ করা হয় ভিডিওটি। আইয়ুব বাচ্চুর সর্বশেষ মিউজিক ভিডিও ছিল ‘জীবনের গল্প’। ভিডিওটি প্রকাশ হয়েছিল ২০১৪ সালের এপ্রিলে। আইয়ুব বাচ্চু বলেন, ‘গানের কথাগুলো আমাকে ভীষণ টেনেছে। গতানুগতিক গানের চেয়ে একেবারেই ভিন্ন ধাঁচের কথা আর গল্প রয়েছে গানটিতে। ‘জীবনের গল্প’র পর আমি চেয়েছি একটু ভিন্ন ধাঁচের একটা ভিডিওতে কাজ করতে। আশা করছি, ‘ছায়া শরীরী’ গানের ভিডিওটি ভক্তরা পছন্দ করবেন। সামনে আমার সলো কিছু মিউজিক ভিডিওর পাশাপাশি ব্যান্ড এলআরবির নতুন কিছু মিউজিক ভিডিও দেখতে পাবেন সবাই। গীতিকার এম এস রানা বলেন, শুরুতে গানটি নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। কারণ গানটি একটু এক্সপেরিমেন্টাল। বাচ্চু ভাইয়ের মতো বড় মাপের শিল্পীর কল্যাণেই এ ধরনের কঠিন কথা আর ছন্দ-তালের গানটি সম্ভব হয়েছে। এবার শতভাগ পূর্ণ হলো মনজুর তৈরি মিউজিক ভিডিওর সুবাদে। জিয়া খান বলেন, গত ঈদের ব্যয়বহুল একটি অ্যালবাম ছায়া শরীরী। অ্যালবামের টাইটেল গানটিই বাচ্চু ভাইয়ের গাওয়া। এরই মধ্যে গানটি শ্রোতাদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। এবার মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতাদের চাওয়া শতভাগ পূর্ণ হলো। আশা করছি, গানের মতো ভিডিওটিও দর্শকের ভালো লাগবে। মনজু আহমেদ বলেন, অনেক দিন পর আইয়ুব বাচ্চুর গান। তাই বেশ পরিকল্পনা করে একটু ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও তৈরির চেষ্টা করেছি। আশা করছি অন্য দর্শকদেরও ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন