নারীদের কৃশকায় দেহের গঠনকে বেশি প্রাধান্য দেয়া হয় বলে ফ্যাশন শিল্পের কঠোর সমালোচনা করেছেন মডেল সিন্ডি ক্রফোর্ড।
৫০ বছর বয়সী সাবেক ফ্যাশন তারকাটি ১৯৮০’র দশকে ক্রিস্টি টার্লিংটন এবং লিন্ডা এভানজেলিস্তার সঙ্গে প্রথম সারির ক্যাটওয়াক আইকন ছিলেন। তিনি জানান, তিনি মডেলিং শুরু করার পর থেকে ফ্যাশন জগতের চালচিত্র দ্রুত বদলে গেছে এবং সবাই সাইজ জিরো মডেলদেরই আদর্শ ক্যাটওয়াক তারকা হিসেবে প্রত্যাশা করতে শুরু করে।
“আমার এক কন্যাও এই জগতে পা রেখেছে এবং তাদের জন্য প্রত্যাশিত সাইজ হলো ‘জিরো’। আমি সবসময়ই সাইজ সিক্স ছিলাম। আমি কখনই রোগাপটকা ছিলাম না এবং আমার মন্দ অনুভূত হতো না। সে সময় ভরাট ফিগারকে আলাদা করে দেখা হতো না। এখন মডেলদের কৃশকায় হওয়াকেই অগ্রাধিকার দেয়া হয়,” ক্রফোর্ড বলেন।
ক্রফোর্ড দুই সন্তানের মা; ছেলে প্রেসলি (১৭) এবং মেয়ে কাইয়া’র (১৫) বাবা রান্ডে গার্বার। কাইয়া সম্প্রতি মডেলিং ক্যারিয়ার শুরু করেছেন।
“প্রত্যেক মডেলকেই যে সাইজ জিরো হতে হবে এই চল নারীদের জন্য খুব ভালো বার্তা বহন করে না। আমি অনুভব করি আজকে যে মেয়েরা মডেলিং করছে তাদের জন্য সবচেয়ে বড় চাপ হলো শুকনো থাকা,” তিনি বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন