শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘দ্য ভয়েস ইন্ডিয়া’তে যোগ দিলেন সেলিম মার্চেন্ট

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী সেলিম মার্চেন্ট ‘দ্য ভয়েস ইন্ডিয়া সিজন টু’র কোচদের প্যানেলে যোগ দিয়েছেন।
আগের মৌসুমে এই দায়িত্ব পালন করেছেন শান, সুনিধি চৌহান, মিকা সিং এবং হিমেশ রেশম্মিয়া। আসন্ন মৌসুমে আর কে কে এই দায়িত্ব পালন করবেন তা জানা যায়নি।
“আমি ‘দ্য ভয়েস ইন্ডিয়া সিজন টু’র কোচ হতে পেরে দারুণ আনন্দিত। এই শোটি স্বকীয় অথচ বিশুদ্ধভাবে আসল সঙ্গীত প্রতিভাদের আবিষ্কার করে,” মার্চেন্ট বলেন।
তিনি  আরও বলেন, “এর ব্লাইন্ড অডিশন অংশটি আমার সবচেয়ে প্রিয়Ñ এই অংশে কোচরা গায়কের চেহারা না দেখেই তাদের গাইবার প্রতিভা যাচাই করে। আমরা কোচদের জন্য এটি রোমাঞ্চকর আর একই সঙ্গে প্রতিযোগিতার আগে গায়ক-গায়িকারা কীভাবে তাদের কোচ বেছে নেয় আর কীভাবে দল গঠন করা হয় তাও দেখবে দর্শকরা।”
অ্যান্ডটিভিতে সামনের ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন