চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটীর বাসিন্দা আজিজুল রহমান বিশ্বাসের মেজ ছেলে গাজীপুর নায়াগ্রা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তারিকুল ইসলাম আশিক (৫১) গত ২০ মে শুক্রবার বিকালে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে কিডনি জনিত সমস্যার কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে আশিক বাবা-মা, ৩ ভাই ১ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন। ২১ মে শনিবার সকাল ১০টায় হাজরাহাটী হাজীমোড়ে নামাজের জানাযা শেষে এলাকার কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আশিকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সায়ীদ মেহবুব উল কাদিরসহ তার বন্ধুবৃন্দ।
প্রকৌশলী তারিকুল ইসলাম আশিকের জানাযা ও দাফন কাজে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন