স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিস্ঠাতা ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড.হান্নান ফিরোজ ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, ড.আক্তার এইচ লিটন এর রত্নাগর্ভা পুরস্কার প্রাপ্ত মাতা রওশন হক(৮৫) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৬ জানুয়ারী) বেলা ১১ ঘটিকার ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমার জানাজা নামাজ মঙ্গলবার( ১৭ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় বড়ইয়া ডিগ্রী কলেজ মাঠে অনুস্ঠিত হবে। এই মহিয়সী রত্ন গর্ভার মায়ের জীবদ্দসায় তিনি যেমন ছিলেন সদালাপী, ধার্মিক, সত্যবাদী ও হাস্যোজ্জল তেমনি ছিলেন দানশীল।মরহুমা উপজেলার সম্ভ্রান্ত নাজেম আলী তালুকদার এর মেঝ কন্যা।মৃত্যুকালে
৮-পুত্র ১-কন্যা সহ নাতি নাতনি সহ বহু গুনগ্রাহী রেখে যান।তার মৃত্যুতে উপজেলাব্যাপী শোকের চাদরে ঢেকে গেছে।তাকে রাজাপুরে দাফন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন