শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘জেমস বন্ড’কে রাশিয়াতে নিতে চেয়েছিলেন ড্যানি বয়েল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েল জানিয়েছেন তিনি জেমস বন্ডকে রাশিয়াতে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে বন্ডের ২৫তম ফিল্ম ‘নো টাইম টু ডাই’ পরিচালনা থেকে শেষ পর্যন্ত সৃজনশীল মতদ্বৈধতার কারণে বাদ পড়ার কারণে তা আর হয়ে ওঠেনি। ‘স্লামডগ মিলিওনেয়ার’ পরিচালক জানিয়েছেন তার পরিকল্পনা ছিল বন্ডকে তার শেকড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া। মনে পড়ে আমি ভাবছিলাম, আমি কি আসলেও এই ফ্র্যাঞ্চাইজের অংশ হতে পারব? কারণ তারা ভিন্ন কিছু নির্মাণ করতে ইচ্ছুক নয়। তারা কিছুটা তাজা করতে চাইছিল তবে চ্যালেঞ্জ নিতে চাইছিল না, আমরা একেবারে নতুন কিছু করতে চাইছিলাম। অদ্ভুতভাবে তা ছিল সাময়িক, পটভূমি ছিল রাশিয়া, আর স্নায়ুযুদ্ধের সময় সেই পটভূমি থেকেই তো বন্ডের জন্ম। ৬৫ বছর বয়সী নির্মাতা বলেন দুঃখজনক ভাবে তিনি পরিচালনার সুযোগ হারান। তার বিশ্বাস তারা তার উপস্থাপনার উপর আস্থা রাখতে পারেনি। তিনি বলেন, ‘প্রেক্ষাপট হত বর্তমান সময়। তারা আস্থা হারিয়ে ফেলে।’ ২০১৮’র আগস্টে জানা যায় ড্যানিয়েল ক্রেইগের শেষ ‘বন্ড’ বয়েলের বাদ পড়ার খবর প্রকাশিত হয়। ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেন কেরি জোজি ফুকুনাগা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন