নিয়মিত নতুন গান প্রকাশ করছেন এ প্রজন্মের গায়িকা সাবরিনা সাবা। মাঝে কিছুদিন গানে অনুপস্থিত ছিলেন। বিরতী শেষে আবারও গানে ফিরেছেন। নিয়মিত টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গাইছেন। এছাড়া নতুন গান প্রকাশেরও উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তার নতুন একক কিছু গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বছরের শেষ দিকে ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে। আগামী ঈদেও নতুন গান প্রকাশ করবেন। ‘মার্কস অলরাউন্ডার-২০১০’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন সাবরিনা সাবা। আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘পৃথিবী অনেক বড়’ গান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে একক মৌলিক গান গান প্রকাশ করে আসছেন। গাওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করেন তিনি। এ পর্যন্ত সাবরিনা সাবার ২০টিরও বেশি মিক্সড অ্যালবাম এবং একাধিক মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। তবে শুধু গান নয়, উপস্থাপনা, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় সবকিছুতেই রয়েছে তার সমান দক্ষতা। বর্তমানে সাবা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়ছেন। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ও করবেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন