শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউনিসেফের দূত হলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হলেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সম্প্রতি হোটেল সোনারগাঁওয়ে ইউনিসেফের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর হয়। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন মিম। নতুন শুভেচ্ছাদূতকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট। ইয়েট বলেন, মিম তার অসীম প্রাণশক্তি ও উদ্যম নিয়ে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশুদের জন্য কাজ করবেন। বাংলাদেশে শিশুশ্রম অনেক বেশি। শিশু নির্যাতনের ঘটনাও হরহামেশা ঘটে বলেই আরও বেশি সচেতনতা তৈরি প্রয়োজন। তাদের সুরক্ষা, অধিকার আদায়ে ইউনিসেফের হয়ে মিম দায়িত্ব পালন করবেন। মিম বলেন, বাংলাদেশে বিপুল শিশু এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত। সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রত্যেকের কর্তব্য। সেই দায়িত্বটি পালন করতে ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়েছি। শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন সচেতনতামূলক প্রচারে অংশ নেব। মিম বলেন, দায়িত্ব পালনের জন্য ইউনিসেফের হয়ে দেশের যেকোনো প্রান্তে যাবেন। উল্লেখ্য, এর আগে ইউনিসেফের দূত হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী, বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাদুশিল্পী জুয়েল আইচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন