বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
শনিবার (২১ মে) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এয়ারপোর্ট রোডে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
‘খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে নদীতে ফেলে দেওয়া উচিত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হয়।
মশাল মিছিল শেষে রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে তাই প্রধানমন্ত্রী উলটা পাল্টা বক্তব্য দিচ্ছেন। সাবেক ৪ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত নয় চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসাইন, জিএস কামাল, ফারুক হোসেন, মোক্তাদিরুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেনসহ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন