শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৭ জুন মুক্তি পাচ্ছে আদর-বুবলী জুটির প্রথম সিনেমা তালাশ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০২ এএম

রোমান্টিক-থ্রিলার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘তালাশ’ মুক্তি পাবে ১৭ জুন। সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ ও বুবলী। ইতোমধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক ও ট্রেইলর প্রকাশিত হয়েছে। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ৩ মিনিটের রোমাঞ্চকর ট্রেইলার। সিনেমাটির নায়ক আদর আজাদ জানান, দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলর। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। এটুকু বলতে পারি, আমার অভিনীত প্রথম সিনেমা তালাশ দেখে দর্শক নিরাশ হবেন না। বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আদর ও আমার প্রথম জুটি হিসেবে সিনেমাটি দর্শকদের পছন্দ হবে। উল্লেখ্য, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। এদিকে প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলী সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি নির্মাণাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন