শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বলিউডে নতুন জুটি সানি দেওলের ছেলে রাজবীর ও পুনম ধিলোনের মেয়ে পালোমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

আরও একবার বলিউড পেতে চলেছে নতুন জুটি। সুরজ বরজাতিয়ার প্রযোজনায় কাজ করে বলিউডে পা রাখছেন অভিনেত্রী পুনম ধিলোনের মেয়ে পালোমা। তাঁর বিপরীতে দেখা যাবে সানি দেওলের ছেলে রাজবীর দেওলকে। ছবির নাম এখনও ঠিক না হলেও খবর মিলছে এটাই হতে চলেছে রাজবীরের প্রথম অভিনয়। এখানেই শেষ নয় বলিউডে পা রাখছেন একজন নতুন পরিচালকও। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন সুরজ বরজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়া। হাম আপ কে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায় থেকে বিবাহ, পরিবার ও বিয়েবাড়ির গল্প শোনাতে সুরজ বরজাতিয়ার জুড়ি মেলা ভার। খবর মিলছে, ছেলে অবিনাশের প্রথম ছবিও একটি বিয়েবাড়ির গল্প।
তবে তা এখনকার অন্যতম ট্রেন্ড ডেস্টিনেশন ওয়েডিং। আর বিয়েবাড়ির গল্প মানেই যে ফ্যামিলি ড্রামা তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং শুরুর প্রস্তুতি। জুলাইতে প্রথম ছবির শুটিং শুরু করবে রাজবীর-পালোমা জুটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন