ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংঘর্ষের সময় ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
আহতরা হলেন- আল আমিন বাবলু এবং মিনহাজুল আবেদীন। দুজনই ছাত্রদলের নেতা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। দুজনই মারাত্মক আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের মধ্যে মিনহাজের পা ভেঙে গেছে।
মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটের পাশে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের শহীদুল্লাহ হলের কর্মীদের হামলায় তারা আহত হয়েছেন বলে দাবি করছে ছাত্রদল।
আহত ছাত্রদল নেতা মিনহাজ বলেন, দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে আসার পর শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মীরা আমাকে টেনে নিয়ে মারতে শুরু করেন। লাঠি-হকিস্টিক দিয়ে মারার পাশাপাশি চাপাতি দিয়ে কোপও দেয় তারা। এতে আমার পা ভেঙে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন